ঘূর্ণিঝড় অশনি আজ সোমবার সকাল ৬টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৯৫৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিলো। এটি আরো ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তাই পায়রাসহ সকল বন্দর সমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে বর্তমানে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত রয়েছে। যখনই ৪ নম্বরে উঠবে তখন আমরা প্রস্তুতিমূলক সভা করে সকলকে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দিয়ে দিব। ঝড়ের বিষয়ে সতর্কতার জন্য সকলের সাথে যোগাযোগ চলছে