টিপু সুলতান।। ভোলার সদর রোডে তীব্র যানজটে দুর্ভোগে পথচারী, ছাত্র-ছাত্রী, যাত্রী, চালক ও স্থানীয় ব্যবসায়ীরা। এই সড়কের পাশে রিকশা, অটোরিকশা দাঁড়িয়ে থাকায় সড়ক সংকুচিত হয়ে যানজটের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ পৌরবাসীর।
এছাড়া, থানা-পুলিশ এবং ট্রাফিক পুলিশ থাকলেও এ যানজট নিরসনে কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ পৌরবাসীর।
বাংলা স্কুল ও বরিশাল দালানের মোড় এলাকায় রোডের মাঝখানে গাড়ি পাকিং করে যাত্রী ওঠানামায় এবং শহরের মধ্যে সিএনজি, অটো রিকসার স্ট্যান্ড না থাকায় এ যানজটের অন্যতম কারণ বলে স্থানীয় বাসিন্দারা জানায়।
ব্যবসায়ী কামাল হোসেন, আব্দুল গনি ও অন্যরা বলেন, যানজটের কারণে ক্রেতারা সড়ক পারাপার হতে না পারায় বেচা-কেনা কমে যাচ্ছে। আবার যানবাহনের হর্ণের শব্দ দোকানে থাকা কঠিন হয়ে পড়ে।
অবৈধ হওয়া শর্তেও কি করে এসব ব্যাটারীচালিত রিকশা শহরের প্রবেশ করে তা জানতে চাইলে ভোলার ট্রাফিক পরিদর্শক আব্দুল গনি বলেন, ‘শহরে এসব চলচলের বিষয়টি একমাত্র পৌরসভা দেখবে। আমাদের কাজ যানজট নিরসন করা৷ তবুও থেকে থেকে এসব অটো রিকশা ধরছি তাদের সতর্ক করে আবার ছেড়েও দেওয়া হচ্ছে যাতে করে আর না আসে।’
তিনি আরও বলেন, ‘যৌথ সিদ্ধান্তে জেলা পুলিশ একটি ভাল পদক্ষেপ নিতে চাচ্ছে৷
ভোলা নিউজ / টিপু সুলতান