স্টাফ রিপোর্টার:
দেশব্যাপী চলমান তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে ভোলা সরকারি কলেজে শুরু হয়েছে দুই দিনব্যাপী জমজমাট তারুণ্য মেলা । আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীন।
এসময় শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর রাজ রাশেদ আলমগীর, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক সুলতান মাহমুদ রিয়াজ, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ মাসুদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম মজিবুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. হাসান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. ইব্রাহিম, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. এরশাদ ও আজগর আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বলেন, তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।
দুই দিনব্যাপী এ মেলায় কলেজের একাদশ-দ্বাদশসহ বিভিন্ন বিভাগের ৬টি স্টল অংশ নিয়েছেন । প্রতিটি স্টল ও মেলা প্রাঙ্গণ জুলাই বিপ্লবের আবহে সজ্জিত হয়েছে । মেলায় কলেজ শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও পণ্য প্রদর্শনী স্থান পেয়েছে । মেলা চলবে ১৪ এবং ১৫ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন