মোঃ ইমরানঃ-
আশঙ্কাজনক অবস্থায় এয়ার এম্বুলেন্সে ঢাকায় পাঠানো জেলা জজ এবিএম মাহমুদুল হক এর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে যদিও তিনি এখনো আইসিইউতে রয়েছেন, আজ বাংলাদেশ সময় বারোটায় ভোলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হকের সাথে তার কথা হয়েছে, শরীফ মোঃ সানাউল হক ভোলা নিউজকে জানিয়েছেন স্যার হাসপাতালে আইসিইউতে থাকলেও তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে, স্যার আমার সাথে কিছুক্ষণ আগে মোবাইল ফোনে কথা বলেছেন তিনি ভোলাসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, এদিকে ভোলার বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মচারীরাও তার জন্য দোয়া চেয়েছেন।
উল্লেখ্য গতকাল ভোলার সাবেক জেলা জজ ফেরদৌস আহমেদ করোনা আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেন, তার মৃত্যুতে ভোলা জেলায় শোকের ছায়া নেমে আসে, ভোলার বিচার বিভাগীয় কর্মচারী কর্মকর্তারা এবং ভোলা আইনজীবী সমিতির শোক প্রকাশ করেছেন। রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠনের নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে বর্তমান জেলা জজ এবিএম মাহমুদুল হকের শারীরিক অবস্থার উন্নতির খবরে ভোলার বিচার অঙ্গনে স্বস্তি নেমে এসেছে।