মনজু ইসলাম। ভোলায় প্রথম বারের মতো সহজে ব্যবহারযোগ্য ও আকর্ষণীয় মডেলের স্পীডবোটের কারখানার উদ্বোধন করা হয়। আজ মঙ্গলবার (১ ডিসেম্বর ২০২০) বিকেলে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্তল ভেদুরিয়া লঞ্চঘাট সগ্ন হেতনার হাট বাজারে স্পীডবোটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় কারখানার মালিক ডালিম জানান,প্রথম বারের মতো ভোলায় স্পীড বোডের কারখানা চালু করা হয়।আশা করি আমরা ভালো কিছু করতে পারবো। নতুন নতুন লোকসানের ঝুঁকি থাকলেও আস্তে আস্তে লাভজনক হবে।ভেদুরিয়া থেকে দেশের বিভিন্ন জায়গায় স্পীড বোডে দেওয়া হবে।