স্টাফ রিপোর্টারঃ
ভোলা নিউ-১৯.১১.১৮
ভোলা সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের ০১নং ওয়ার্ডের দঃ চরপাতা গ্রামে মোতাছিন বেপাড়ী বাড়িতে ঢাকা থেকে দাদা আব্দুল রশিদের সাথে বেড়াতে এসে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে ইব্রাহীম খলিল (৮) নামের এক শিশু।
পরিবারর সূূূূত্রে জানা যায়, (১৮ নভেম্বর) রবিবার সকাল ৯টার দিকে ফুফু আছমা আক্তার ও পাশ্ববর্তী শিশু মেয়ে মিমের সাথে এক হয়ে গোসল করতে যান দাঁরগা খালে। গোসলের এক পর্যায়ে হঠাৎ করে গভীর স্রোতে চলে যান ইব্রাহীম খলিল। তখন ফুফু আছমা আক্তার দেখতে পেয়ে সেও ঝাঁপিয়ে পরে তাকে উদ্ধার করতে। পরে পানিতে দু’জনের ঝাঁপট্টা-ঝাঁপট্টি দেখে খালের অপর পাশ ও মালের হাট ব্রীজের উপর থেকে পথচারীরা দেখে ডাক চিৎকার করতে থাকলে বাজার থেকে দৌড়ে এসে এক যুবক উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
ইব্রাহীম খলিলের বাবা আব্দুল মোতালেব। তিনি ঢাকা শহরের টোলার বাগ এলাকার অস্থায়ী বাসিন্দা। সপ্তাখানেক আগে ইব্রাহীম খলিল দাদার সাথে বেড়াতে এসেছেন দাদার বেয়াই বাড়িতে।
ইব্রাহীম খলিল এই অকাল মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।