ভোলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

 

 

আরিয়ান আরিফঃবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ও প্রত্যাহারের দাবি ভোলায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের ভোলা সদর উপজেলা, ভোলা পৌর ও ভোলা সরকারি কলেজ শাখা।মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকালে ভোলা জেলা ছাত্রদল কার্যালয়ে সামনে থেকে ছাত্রদল নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে মিছিলটি পুলিশের বাধা উপেক্ষা করে শহরের মহাজনপট্টি থেকে শুরু হয়ে কালীনাথ রায়ের বাজার এলাকায় গিয়ে শেষ হয়।বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম, সাধারণ সম্পাদক আল- আমিন হাওলাদার , সিনিয়র যুগ্নসম্পাদক নিয়াজ মিয়াজি, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আল রাছেল,সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, সদস্য জি,এম ছানাউল্লাহ, আরিফ পাঞ্চায়েত,পৌর ছাত্র দলের আহ্বায়ক জাকারিয়া মন্জু, সদস্য সচিব জাকারিয়া বেলাল, ভোলা সরকারি কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন শুভ সদস্য সচিব ফজলুল রহমান ছোটন প্রমুখ।

SHARE