ভোলায় এপ্রিল মাসের শ্রেষ্ঠ ওসি অসীম কুমার

জুয়েল সাহাঃ

  1. ভোলা নিউজ-২৪.০৫.১৮

ভোলার সাত উপজেলার ৯ থানার মধ্যে এপ্রিল মাসের অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ অসীম কুমার শিকদার। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ সভায় বোরহানউদ্দিনে মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মামলা নিস্পতি ও সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনসহ সার্বিক কাজের উপর শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঘোষনা দিয়ে তার হাতে সদন, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন ভোলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন। উল্লেখ্য, বোরহানউদ্দিন থানায় অফিসার ইনচার্জ হিসেবে অসীম কুমার শিকদার এবছর ২০১৮ সালে ফেব্রæয়ারি ও এপ্রিল ও এর আগে ২০১৭ সালে ফেব্রæয়ারি, মার্চ, এপ্রিল ও মে মাসে দ্বায়ীত্ব থাকাকালিন সময় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।

SHARE