বোরহানউদ্দিনে আগুনে সাংবাদিকের বসত পুড়ে ছাই
মিলি সিকদার, ভোলা নিউজঃ
ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ০৮ নং ওয়ার্ডের অফিসার্স পাড়া এলাকায় বোরহানউদ্দিন প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি এম এ আকরাম এর বসতঘর পুড়ে গেছে। গত রবিবার বিকেল পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ২০(বিশ) লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্হ পরিবারের দাবি। উপজেলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের সহযোগিতায় প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এতে কেউ হতাহত হয়নি। আগুনে তার ০২ টি আধাপাকা বসতঘর ছাই সহ মূলভবনের একটি অংশ পুড়ে গেছে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের ইউনিট কমান্ডার খোরশেদ আলম জানান সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্হলে গিয়ে ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।