লালমোহন প্রতিনিধি
পতিত আওয়ামী লীগ সরকারের ভোলা-৩ আসনের সাবেক এমপির মিথ্যাচার এবং বিএনপির নেতাকর্মীদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ভোলার লালমোহন উপজেলায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। শনিবার রাতে পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাতেম হাওলাদার, সদস্য সচিব আমজাদ খান জুলহাস, যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দিন, মো. আব্দুল্যাহ আল-সবুজ, রফিকুল ইসলাম, নাঈম পাটোয়ারি, আল-আমিনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন