ভোলার ভিআইপি সড়কে গাড়ি চলেনা রে

 

মঞ্জু ইসলাম

ভোলা শহরের ভিআইপি সড়ক বলেই পরিচিত সকলের কাছে।দীর্ঘদিন যাবত খানাখন্দে ভরা এ সড়কের নেই কোনো তৎপরতা। এজন্যই সকলে বলে ভিআইপি সড়কের দুরবস্থা।দুরাবস্থা সড়কের পাশেই রয়েছে জেলা পরিষদ কার্যালয়, জেলা প্রশাসকের বাস ভবন, পুলিশ অফিসার্স মেস ও অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়। এমনতো অবস্থায় সড়কটি সংস্কার না করায় চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।একজন পথচারীর সাথে কথা বলে জানা যায়, সংস্কারের অভাবে বেহাল অবস্থা এ সড়কটি।এখানে রয়েছে জেলা প্রশাসকের বাসভবন সহ জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অফিস-আদালত।
ভোলা জজকোর্টে আসা মানুষই চরম দুর্ভোগের শিকার হয়। এমত অবস্থায় অতি দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করা খুবই জরুরী।নাম প্রকাশ না করা একজন বলেন, পৌরসভা থেকে সড়কটি জন্য বাজেট ঘোষণা করা হয়েছে। আগামী পৌর নির্বাচনের আগেই চলাচলের উপযোগী হবে।

SHARE