সোহেল মাহমুদ,ভোলাঃ
ভোলা সদর উপজেলার ২ নং ইলিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুর রব মিয়ার সহধর্মিণী ও বর্তমান চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়া’র মাতা শিক্ষানুরাগী খালেদা খানম (৭৫ )চিকিৎসাধীন অবস্থায় ঢাকার হলি ফ্যামেলী হাসপাতালে রবিবার সকাল ৯.১০ মিনিটের সময় ইন্তেকাল করেন ইন্না- লিল্লাহ রাজিউন।
তিনি দুই ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য অত্নীয় স্বজন রেখে গেছেন।
এ দিকে চেয়ারম্যান হাসনাইন আহমের হাছান মিয়া’র মায়ের মৃত্যুতে জেলা আওয়ামীলীগের সাংঘঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও সচেতন নাগরিক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম সফি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও কোস্ট ট্রােস্টের ইকোফিশ প্রকল্প ভোলাসহ অনেকে শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আগামী সকাল ১০ টায় নিজ বাসভবনের সামনে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে সকল ধর্মপ্রান মুসলমানদের উপস্থিত থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ করেছেন মরহুমার পরিবার।