ষ্টাফ রিপোর্টার : দীর্ঘ ১৮ বছর পরে ভোলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখা।
বজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) দুপুরে জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দলটি জানায়, আগামী ২৫ জানুয়ারী ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের এই সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
কর্মী সমাবেশ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সমাবেশে লক্ষাধিক কর্মী অংশ নেবেন বলে তারা আশা করছেন।
এই সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশকে দুর্নীতি মুক্ত রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডাক্তার শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এমপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারাদেশে সফর করছেন। তারই অংশ হিসাবে আগামী ২৫ জানুয়ারি ভোলায় সফর করছেন জেলা কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এই কর্মী সম্মেলনে লক্ষাধিক কর্মী উপস্থিত হয়ে ভোলা বাসিকে ঐক্যবদ্ধ করে দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত দখলবাজ মুক্ত সিন্ডিকেট মুক্ত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বার্তা দেয়া হবে বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন, নায়েবে আমির বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক অধ্যক্ষ নজরুল ইসলাম, সেক্রেটারি কাজী হারুনুর রশিদ,জেলা কর্ম পরিষদের সদস্য ও মিডিয়া বিভাগের প্রধান মাস্টার আমির হোসেন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা জাকির হোসাইন, জেলা টিমের সদস্য আবুজাহান কোবির, ভোলা সদর উপজেলা আমি মাওলানা কামাল হোসেন, পৌর সভাপতি মাওলানা জামাল উদ্দিন, পৌর নায়েবে আমির মোহাম্মদ রুহুল আমিন,পৌরসভার সহকারী সেক্রেটারি মেহেদী হাসান সুমন, পৌরসভা ওলামা বিভাগের সদস্য হাফেজ মোহাম্মদ বনি আমিন প্রমুখ।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন