শিক্ষা প্রতিনিধি।।
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামের ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই এ্যাসোসিয়েশনের আয়োজনে এ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের আজীবন অ্যালামনাই, অষ্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ড. এ. এম কামরুল আলম।
বিদ্যালয়ের আজীবন অ্যালামনাই প্রকৌশলী মোঃ আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মেধাবৃত্তি প্রদান উপ-কমিটির আহ্বায়ক মসিউর রহমান রবীন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের অ্যালামনাই ১৯৭০ ব্যাচের শাহ মোঃ ফরিদ ও শহীদুল্লাহ, এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যক্ষ নওশেদ আলম আকবর, এ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ উইং কমান্ডার (অব:) আলী হায়দার জগলুল, অধ্যক্ষ মাজহারুল ইসলাম, এ্যাসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল হক আজাদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব শওকত ও অতনু করঞ্জাই।
মেধাবৃত্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল বীন আমির, প্রচার সম্পাদক নাসির আল মামুন, নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা, বসারত উল্লাহ বসু, কে এইচ এম ইকবাল মাসুদ, নজরুল ইসলাম, ফয়েজ আহমেদ নাসিম, ফরিদ হোসেন নাঈম ও অধ্যাপক হুমায়ুন কবীরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের দিবা ও প্রভাতী শাখার ২৫ জন মেধাবৃত্তি প্রাপ্তদের মধ্যে বৃত্তি ও ক্রেস্ট প্রদান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল হক আজাদ ও দুই সহকারী প্রধান শিক্ষক এটিএম খলিলুর রহমান ও বেগম ফাতেমা জহুরাকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথি প্রফেসর ড. এ, এম কামরুল আলমকেও সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে মেধাবৃত্তি প্রাপ্ত প্রত্যেককে প্রধান অতিথি ব্যক্তিগত উদ্যোগে শিক্ষামূলক বই প্রদান করেন।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন