ভোলা নিউজ প্রতিবেদক ।। ভোলার দৌলতখানের কেরানি বাজার এলাকায় এক যুবককে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে নগদ টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আহত যুবক সোহেলকে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।আহত মো: সোহেল(২৮) ভোলার দৌলতখান উপজেলা চরপাতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লেজপাতা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।অভিযুক্ত রাজিব (৩০) একই উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মানিক মাঝির ছেলে।এ বিষয়ে দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সোমবার রাতে দৌলতখান উপজেলার কেরানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মো: সোহেল ও স্থানীয়রা জানান, দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মানিক মাঝির ছেলে রাজিব একজন বখাটে যুবক।তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম ও খারাপ কাজের অভিযোগরয়েছে।সোমবার রাত সাড়ে ৭ টার দিকে চরপাতা ইউনিয়নের কেরানী বাজার এলাকায় মনিরের দোকানের সামনে রাস্তায় সোহেলকে একা পেয়ে গালমন্দ শুরু করেন।এসময় সোহেল প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।এপর্যায়ে রাজিব সোহেলকে এলোপাতালো কিলঘুষি মারতেথাকে।পরে সে মাটিতে পরে গেছে রাজিব তার পকেট থেকে একটি ছুরি বের করে সোহেলের মাথায় কোপ দিয়ে রক্তাক্তজখম করে।সোহেলের কাছ থেকে নগদ ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।পরে সোহেলকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিল্লুররহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, আহত সোহেলের ভাই মো: রুবেল দৌলতখান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন