নিউজ ডেস্ক।।
ভোলায় মাঝ নদীতে ২৮৫ যাত্রী নিয়ে আটকে পড়া যাত্রীবাহী লঞ্চ এমভি আল ওয়ালী-৪ কে সহায়তা প্রদান করেছে কোস্টগার্ড। সোমবার রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, রবিবার আনুমানিক রাত ১১টায় ভোলার ইলিশা ঘাট হতে এমভি আলওয়ালী-৪ নামক একটি যাত্রীবাহী লঞ্চ ২৮৫ যাত্রী ও ৩৫ জন কর্মীসহ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা শুরুর কিছুক্ষণ পর লঞ্চটি ডুবোচরে আটকে যায়। আটকে পড়া যাত্রীবাহী লঞ্চের মাস্টার তাৎক্ষণিক ভাবে কোস্টগার্ডের শরনাপন্ন হন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল পূবালি-৫ নামক লঞ্চ মালিকের সাথে তৎক্ষণিক যোগাযোগ করে লঞ্চটিকে ডুবো চরে আটকে যাওয়া এমভি আল ওয়ালী-৪ লঞ্চের পাশে নিয়ে আসেন এবং সাইড টোইং এর মাধ্যমে চর থেকে নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা করে। পরবর্তীতে লঞ্চটি পুনরায় ঢাকার উদ্দেশ্য যাত্রা শুরু করে।
তিনি আরো জানান, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সমূহে প্রতিনিয়তই কোস্টগার্ড এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন