ইব্রাহিম আকতার আকাশ: ভোলার মেঘনা নদীতে বালুভর্তি নৌযান (বাল্কহেড) এর ধাক্কায় মাছ ধরার একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় মো. দুলাল মাঝি নামের এক জেলে নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল নামক মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজ দুলাল মাঝি শিবপুর ইউনিয়নের বাসিন্দা মো. নুরুল ইসলাম মাঝির ছেলে।
পুলিশ এবং নিখোঁজ জেলের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় মেঘনা নদী থেকে মাছ শিকার করে দুলাল মাঝি ঘাটে ফিরছিলেন। এসময় বালুভর্তি একটি বাল্কহেড তার নৌকাটিকে ধাক্কা দেয়। মুহুর্তে মধ্যে নৌকাটি ডুবে গেলে অন্য জেলেরা তা টেনে তীরে নিয়ে আসেন। কিন্তু, ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে দুলাল মাঝি নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ।
খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন, ইলিশা নৌ-পুলিশ এবং ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। তবে নদীতে তীব্র স্রোত এবং রাত হওয়ার কারনে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি।
ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর মো. শাহিন উদ্দিন জানান, বুধবার সকালে বরিশাল থেকে একটি ডুবুরি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করবে।
এদিকে, দুলাল মাঝি নিখোঁজ হওয়ার খবরে তার পরিবারে চলছে শোকের মাতব। স্বজনরা মেঘনার তীরে ছুটে গিয়ে আহাজারি করছেন।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন