টিপু সুলতান।।
ভোলার মনপুরায় বালুর জাহাজের চুরি হওয়া নোঙ্গর ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষে অনন্ত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে চরফ্যাশন-মনপুরা আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য নাজিম আলম’র সমর্থক ১০ জন ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন’র সমর্থক ৫ জন। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলম বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন-সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম সমর্থিত ইয়াছিন, মামুন, মাকছুদ, সাগর, শামীম, হেলাল, আলাউদ্দিন, রাকিব, নুরু ও মাইনুদ্দিন। অপর আহতরা হলেন- নুরুল ইসলাম নয়ন সমর্থিত সুজন, রাসেল, সালাউদ্দিন, সাদ্দাম ও হাসেম। এদের সবার বাড়ি উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে আলম নগরে।
স্থানীয় বাসিন্দারা জানায়, গত ১৩ জানুয়ারি একটি বালুর জাহাজের চুরি হওয়া নোঙ্গর বিক্রি ও ভাগাভাগিকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। তখন স্থানীয় বিএনপি’র দুই গ্রুপের নেতারা বসে সমাধান করার উদ্যোগ গ্রহন করে। কিন্তু এতদিনে সমাধান না হওয়ায় ফের ২০ জানুয়ারী সোমবার কথা কাটাকাটির একপর্যায়ে দুই গ্রুপের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের ১৫ জন আহত হয়। এ ঘটনায় দায়িত্বরত উপজেলা বিএনপির দুই গ্রুপ ও ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের কোন নেতা কিছু বলতে রাজি হননি। তবে আহতরা নিজেদের বিএনপির দুই গ্রুপের সমর্থক ও নেতা-কর্মী জানান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ কবির সোহেল জানান, মারামারি ঘটনায় আহতদের মধ্যে ৫ জনকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভোলায় প্রেরণ করা হয়েছে। অপর আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান কবির জানান, সংঘর্ষের খবর শুনে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন