নিউজ ডেস্ক।।
ভোলায় আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ইউনুছ শরীফের উপর সন্ত্রাসী হামলা- মামলায় প্রধান আসামী রিয়াজের জামিন না মঞ্জুর করেছেন ভোলা সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক মোঃ ফারুক হোসাইন। আজ ২৩ জানুয়ারী বৃহস্পতিবার আদালত এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর ২০২৪ ভোলা সদর রোড অবরোধ করে একটি সংগঠন প্রতিবাদ সমাবেশ করছিল। এ সময় সাংবাদিক ইউনুছ শরীফ পেশাগত দায়িত্ব পালনকালে পথচারীদের পথ ছাড়তে বলায় তার উপর একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করে। পরে ইউনুছ শরীফ ভোলা সদর থানায মামলা করেন। মামলা নং জিআর ৭০৬/২০২৪ ইং। আজ দীর্ঘ শুনানোর পর আদালতে আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট আলহাজ্ব নুরুল আমিন নুরনবী, অ্যাডভোকেট শাহাদাত শাহীন, এডভোকেট ইউছূফ, এ্যাভোকেট মনিরুল ইসলাম, এ্যাভোকেট তোহা, এডভোকেট আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট এনায়েত, ফিরোজ চৌধুরী, এডভোকেট জয় দত্ত।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন