বগুড়ায় তিনদিন বয়সের এক নবজাতক মেয়ে উদ্ধার।।

 

শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধি।।বগুড়া শহরের জলেশ্বরীতলা পৌরসভা লেন এলাকার একটি বাসার সামনে থেকে নবজাতক মেয়েকে উদ্ধার করেছ সদর ফাঁড়ি থানা পুলিশ।১৪ জুলাই(বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলার পৌরসভার লেন এলাকার একটি বাসার সামনে থেকে তিনদিন বয়সের জীবিত নবজাতক মেয়েকে উদ্ধার করেছ সদর ফাঁড়ি থানা পুলিশের একটি টিম।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া শহরের,জলেশ্বরীতলা এলাকার পৌরসভা,লেনের একটি বাসার সামনে থেকে নবজাতক মেয়েটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশুটির চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির আনুমানিক বয়স তিনদিন। শিশুটির শরীরে সাদা কাপড়ে মোড়ানো ছিল।বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ তাজমিলুর রহমান এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, শহরের পৌরসভা লেনের,রাস্তার পাশে নবজাতক মেয়েটিকে পাওয়া গেছে। শিশুটিকে চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করিয়েছি।বর্তমানে তিনি হাসপাতালেই আছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

SHARE