পটুয়াখালী প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানে বিরেধীতার নামে বিএনপি-জামাতের মদদপুষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। ২৯ নভেম্বর রবিবার সকাল ১০টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহনুর হক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম প্রিন্স, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ নাসির উদ্দিন হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক জিল্লুর রহমান জলিল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ মাসুম মৃধা, পৌর কমিটির সভাপতি মোঃ জহিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে একটি মৌলবাদি সাম্প্রদায়িক অপগোষ্ঠী ইসলামের অপব্যাখ্যা ছড়িয়ে ধর্মপ্রান মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পায়তারা করছে, তারা ৩০ লক্ষ মানুষের রক্তের বিনুময় অর্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার শত্রু। এই অপশক্তির বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা-কর্মী, সমর্থকসহ আপামর জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।