দৌলতখান প্রতিনিধি
স্বৈরাচারী সরকার থেকে যদি পরিবর্তন না হয় তাহলে আগামীতে যে দলই সরকার গঠন করুক তাদের পরিস্থিতি আগের মতই হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন।
আজ শুক্রবার বেলা ১২টায় ভোলার দৌলতখানে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরো বলেন,নৌপথের নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধে পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করবে।দক্ষিনাঞ্চল নৌ পথ সচল রাখতে ড্রেজিং কার্যক্রম এবং ভোলা-মনপুরাসহ সুবিধাজনক পয়েন্টে ফেরি সার্ভিস চালুর করা হবে।
এ সময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন