জার্নালিষ্ট ফোরাম ভোলা এর বোরহানউদ্দিন শাখার কমিটি গঠিত

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

ভোলা নিউজ-২২.১০.১৮

পেশাদার সাংবাদিকদের সংগঠন জার্নালিষ্ট ফোরাম ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে।

রবিবার(২১অক্টোবর) জার্নালিষ্ট ফোরামের ভোলা জেলা শাখার সভাপতি শাহিন কাদের এলএলবি ও সাধারন সম্পাদক মাহমুদুল হাসান ফাহাদ এর স্বাক্ষরিত সন্ধায় জার্নালিস্ট ফোরামের অস্থায়ী কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তিরর মাধ্যমে আগামী ২ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেয়।

কমিটিতে ভোলার বাণী পত্রিকার হাসান তালুকদার সভাপতি ও আজকের ডাক এর জোবায়েল হোসেন কে সাধারন সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক আজকের ভোলার মিজানুর রহমান কে করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন হয়।

কমিটিরা অন্যরা হলেন, সহ সভাপতি বাংলার কন্ঠ আবদুল আজিজ,যুগ্ম সাধারন সম্পাদক আজকের বার্তার শাহাজাদা আকন্দ,ডালিম খন্দকার যুগ্ম সাধারন সম্পাদক-২ দক্ষিনের কাগজ,কোষ্যাধক্ষ নুরনবী সকালের বার্তা,দপ্তর সম্পাদক মেহেদি হাসান মোর্সেদ বরিশাল প্রতিদিন,সাংস্কৃতিক ও ক্রীয়া বিষয়ক সম্পাদক কাজী মোশারেফ বাংলার কলম এবং ধর্ম বিষয়ক সম্পাদক সজীব খান তারা টিভি প্রতিনিধিদের ১১সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়।।

SHARE