আরিয়ান আরিফঃভোলা সদর উপজেলার আলিনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোঃ সাহে আলম মিয়ার ছেলে মোঃ হাছান (২৫) খাদ্য নালী শুকিয়ে ও পিত্তরস সমস্যা দেখা দিয়েছে। যুবক হাছানের ইচ্ছে ছিল সমাজের আরো পাঁচজন সুস্থ মানুষের মতো জীবন যাপন করার। কিন্তু মোঃ হাছান গত কয়েক মাস ধরে খাদ্য নালী শুকিয়ে ও পিত্তরস সমস্যায় আক্রান্ত হয়ে নিস্তেজ হয়ে যাচ্ছে।দিন দিন তার অবস্থা খারাপ দিকে যাচ্ছে।জানা গেছে, হাছানেরচিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু যুবক হাছানের গরিব পিতার পক্ষে তার চিকিৎসার ব্যয়ভার বহন করার সক্ষমতা নেই। তাই হাছান ও তার পরিবার সমাজের বিত্তবান, প্রবাসীসহ স্ব-হৃদয়বান ব্যক্তিদের কাছে তার চিকিৎসার জন্য সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আকুল আবেদন জানিয়েয়েছেন। সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ : তার বড় ভাইয়ের মোবাইল নাম্বার- 01708037940