চরফ্যাশন প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে ঢাকাস্থ চরফ্যাশন উপজেলা সমিতির আয়োজনে উপজেলার কচ্ছপিয়া ও আটকপাট বাজারে শীতার্ত অসহায় নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত থেকে প্রত্যেক শীতার্তের হাতে শীতবস্ত্র তুলে দেন চরফ্যাশন উপজেলা সমিতির সভাপতি, অতিরিক্ত সচিব ইফতেখার উদ্দিন মামুন, সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বাদল, সহ-সভাপতি মহিববুল্লাহ, সাধারণ সম্পাদক সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, সহকারী এটর্নী জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান রনভি, জনতা বাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইউনুস শরীফ, সহ-সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মিজানুর রহমান, দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা এর সি.ও কামাল হোসেন , ঢাকা জজকোর্টের এডভোকেট আবদুল বাসেদ শামিম ও রাসেল প্রমুখ ।
চরফ্যাশন উপজেলা সমিতির ঢাকা’রনেতৃবৃন্দ শীতার্তদের উদ্দেশ্যে বলেন, চরফ্যাশন উপজেলা সমিতির কোন রাজনৈতিক ব্যানার নেই, আমরা সবাই চরফ্যাশনের সন্তান এটাই আমাদের পরিচয়। ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা শুধু আমাদের দেশের জন্য দোয়া করবেন। দেশ ভালো থাকলে আপনারা আমরা সবাই ভালো থাকবো।
ভোলা নিউজ /টিপু সুলতান
মন্তব্য করুন