চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ৬ নং ওয়ার্ডে আদালতের রায় উপেক্ষা করে বসত ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে আঃ জলিল গংদের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী আঃ রব গংরা শশীভূষণ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ করেন।
আঃ রব গং জানান, আঃ জলিল সম্পর্কে তার ভাতিজা। জাহানপুর মৌজায় এসএ ৮৬ নং খতিয়ানের অন্তর্ভুক্ত ৪০ শতাংশ জমি ক্রয় করেন তার পিতা। পিতা মৃত্যুর পর চার ভাই ও তিন বোন সম্পত্তির মালিক হন। ডিয়ারা জরিপের সময় তাদের তিন ভাইয়ের নামে আংশিক সম্পত্তি জরিপ হয়। আঃ জলিলের পিতা আঃ মোতালেব ২১ শতাংশ জমি অবৈধভাবে নিজ নামে ডিয়ারা জরিপ নেন। এতে করে বাকি ওয়ারিশদের নামে জমি জরিপ হয়নি। এই বিষয়ে আদালতে মামলা দায়ের করেন আঃ রব গংরা। দীর্ঘদিন মামলা পরিচালনা করার পর আঃ রব গংদের নামে আদালত রায় দেন। আঃ জলিল গংরা আদালতের রায় উপেক্ষা করে বসত ঘর নির্মাণ করেন। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করলে গতকাল শনিবার সকালে শশীভূষণ থানার উপ-পরিদর্শক মোঃফারুক পুলিশ ঘটনাস্থলে এসে নির্মাণ কাজ বন্ধ করেন এবং দুপক্ষের কাগজপত্র সহ থানায় আসতে বলেন।
অভিযুক্ত আঃ জলিল জানান, তাদের সঠিক কাগজপত্র আছে কিন্তু প্রতিপক্ষরা মিথ্যা অভিযোগ এনে আমাদের হয়রানি করেন।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান,এক পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্তধীন রয়েছে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন