বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরীকে চাপা দিয়ে হত্যা করা ঘাতক ‘সুপ্রভাত’ বাস চালকের সহকারীকে গ্রেপ্তার করেছে ডিবি (উত্তর) পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি (উত্তর) এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, দুর্ঘটনার সময় তিনিই (চালকেরসহকারী) গাড়ি চালাচ্ছিলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়েদুর রহমান জানান, আবরার হত্যা মামলার রহস্য উদঘাটন হয়েছে। এ বিষয়ে আজ দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
গত ১৯শে মার্চ সকাল ৭টায় প্রগতি সরণিতে বসুন্ধরা আবাসিক এলাকার গেটের সামনে বাসচাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী। এরপরই রাস্তায় নেমে প্রতিবাদ জানায় শিক্ষার্থীা।