আরিয়ান আরিফঃসাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৫ সালের এই দিনে মালয়েশিয়ায় তিনি মারা যান। দিনটি উপলক্ষ্যে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও সারা দেশে জেলা, মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বনানী কবরস্থানে তার কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাতে অংশ নেবেন। একইদিন সকাল সাড়ে ১০টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিকাল সোয়া ৪টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দলের বিভিন্ন অঙ্গসংগঠন, সামাজিক ও ক্রীড়া সংগঠন আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। সকাল সাড়ে ৯টায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বনানীতে মরহুমের কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হবে এবং একই সংগঠনের ব্যানারে দুপুর ২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দুপুর সাড়ে ১২টায় পল্লবী ও রূপনগরের মাদ্রাসা ও এতিমখানায় খাবার বিতরণ করা হবে। আগামী মঙ্গলবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী, শুভানুধ্যায়ীদের আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।