আজই খালেদাকে বিএসএমএমইউতে নেওয়া হবে: আইনমন্ত্রী

অনলাইন-ভোলানিউজ.কম,

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রবিবার সচিবালয়ে বিচারকদের মধ্যে প্রাইভেটকার ও মাইক্রোবাস হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, তার (খালেদা জিয়ার) ব্যক্তিগত চিকিৎসকরা ‘মাইল্ড স্ট্রোক’র যে কথা বলছেন তা খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেখা হবে। আজই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হবে।

এর আগে শনিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা দেখে এসে জানান, গত ৫ জুন বিএনপি চেয়ারপারসনের ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছিল। সেই কারণে তিনি পড়ে গিয়েছিলেন।

(আল-আমিন এম তাওহীদ, ১০জুন-২০১৮ইং)

SHARE