ভোলায় প্রশাসনের আইন-শৃংঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি, ভোলানিউজ.কম,

জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্ণীতি দমন, নদীতে নিষিদ্ধ জাল পেতে মাছ শিকারবন্ধসহ ভোলার সার্বিক আইন-শৃংঙ্খলা বিষয়ে জেলা প্রশাসনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারী) সকাল ১১টায় জেলা ম্যাজিস্ট্রেট সম্মেল কক্ষে ভোলার সকল সরকারি-বেসরকারি কর্মকর্তা,কর্মচারীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোকতার হোসেন। জেলা অতিরিক্ত প্রশাসক মোজাইদুল হক, সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদার, ভোলা সদর নির্বাহী অফিসার কামাল হোসেন, বিটিভির ভোলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক এমএ তাহের, অমর ফারুখ, কোস্টগার্ড কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, জেল সুপার, জেলা শিক্ষা অফিসার জাকিরুল হক, ডিবি ওসি শহিদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দরা এ মাসিক সভায় উপস্থিত ছিলেন।

উক্ত সভায় জেলা প্রশাসক মাসুদ আলম বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিনত হবে। সোনার বাংলাদেশ গড়তে ভোলার সকল উপজেলা ও জেলার কর্মকর্তারা নিজে ভাল হয়ে সবাইকে সেবা প্রদান করতে হবে। মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, দূর্ণীতি দমনে জিরো ট্রলারেন্স। অপরাধীদের সাথে কোন আপোষ নেই। দেশের সম্পদ রক্ষায় যা করনীয় তা করতে হবে। এই দেশ থেকে চিরতরে জঙ্গি,সন্ত্রাস, দূর্ণীতি ও মাদক দমন করতে হবে।

(আরজে, ১০ফেব্রু-২০১৯ইং)

SHARE