ভোলায় প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

আল-আমিন এম তাওহীদ,ভোলানিউজ.কম,

মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচী ও শোকর‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

১৫আগস্ট (বুধবার) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা জেলা প্রশাসনের একটি বিশাল শোক র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে, জেলা প্রশাসনের শোকর‌্যালীর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিন¤্র শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিক। জেলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন, জেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার সফিকুল ইসলাম, চেম্বার অব কমার্সের পরিচালক শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন, সদর মডেল থানার ওসি ছগির মিঞা প্রমূখ।

প্রশাসনের শোক র‌্যালীতে জেলার সরকারি-বেসরকারি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করেন।

(আল-এম, ১৫আগস্ট-২০১৮ইং)

SHARE